স্পোর্টস ডেস্ক:
বেশ ক’দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা লাতিন কোনো দেশের ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব গুঞ্জন থামিয়ে দিয়েছেন নিজেই। পুরোনো ঠিকানা আল নাসরের সঙ্গেই নতুন করে দুই বছরের চুক্তি করেছেন পর্তুগিজ মহাতারকা।
চুক্তি অনুযায়ী, সৌদি প্রো লিগে আরও দু’বছর খেলবেন রোনালদো। বয়স তখন ছুঁয়ে যাবে ৪২! শুধু তাই নয়, রোনালদো জানিয়েছেন, সৌদি আরবেই জীবন কাটিয়ে দিতে চান তিনি।
সম্প্রতি আল নাসরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সৌদি আরব একটি শান্তির দেশ। আমি ও আমার পরিবার এখানে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি। মানুষ অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে আমাদের।’
রোনালদো আরও জানান, তার সিদ্ধান্তে পরিবার সবসময় পাশে রয়েছে। এ কারণেই সৌদি আরবকে স্থায়ী আবাস হিসেবে বেছে নিতে চান তারা।
সাক্ষাৎকারে রোনালদো জানান, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেলেও তিনি ফিরিয়ে দিয়েছেন, ‘এই মৌসুমটা লম্বা হবে। সামনে ফিফা বিশ্বকাপও আছে। তাই বিশ্রাম ও অনুশীলনের ওপর জোর দিতে চাই।’ এর মধ্য দিয়ে বোঝা যায়, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলার স্বপ্ন এখনও বুকে লালন করছেন তিনি।
আল নাসরের হয়ে এরইমধ্যে ১০৫টি ম্যাচ খেলে ৯৩টি গোল করেছেন রোনালদো। তবে এখনও লিগ শিরোপার স্বাদ পাননি তিনি। সেই আক্ষেপই দূর করতে চান নতুন চুক্তির মেয়াদে। তার ভাষায়, ‘গত মৌসুমে পারফরম্যান্সে খুশি নই। এবার লিগ জিততে চাই, ট্রফি জিততে চাই, আল নাসরকে সেরা বানাতে চাই।’
রোনালদোর নতুন চুক্তিতে আর্থিক দিকটিও বেশ চমকপ্রদ। বছরে ১৮৮ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি, যার দৈনিক হিসেবে দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকা।
পুরোনো স্বপ্ন নতুন করে বুকে লালন করছেন সিআর সেভেন। সৌদির মাঠে আরও গোল, আরও ট্রফি আর হয়তো ক্যারিয়ারের শেষ অধ্যায়—সবই এখন রিয়াদের মাটিতে লিখতে চান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই নাম।