মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়ার ঐতিহ্যবাহী বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৪-২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেধাদ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল হক রেজু, বিদ্যালয় এডহক কমিটির সদস্য ও ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ, সাবেক সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, ডাঃ আবদুল মতিন, সাবেক অভিভাবক সদস্য মোঃ জসিম উদ্দিন, আমান উল্লাহ আমান সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।