আতাউর রহমান কাওছার , ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::
ওসমানীনগরে বিশাল পরিসরে একটি ইনডোর স্পোর্টস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারস্থ গ্রামতলা রোডে দোয়া ও শিরনী বিতরণের মধ্য দিয়ে গোয়ালাবাজার ইনডোর স্পোর্টস সেন্টার নামের দুই মাঠ বিশিষ্ট এ খেলার মাঠ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপিএম বলেন, আশা রাখি যুব সমাজের অবক্ষয় রোধে সুন্দর একটি সমাজ গঠনে এই খেলার মাঠটি অনন্য ভূমিকা পালন করবে। বিশেষ করে বর্ষা মৌসুমে এই এলাকার অধিকাংশ মাঠ পানির নিচে থাকে। এসময় পেশাদার খেলোয়াররা তাদের নিয়মিত খেলা চালিয়ে যেতে পারবে। এছাড়া এলাকার ক্রিড়ামোদীরা সারা বছর খেলতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সৈয়দ কওছর আহমদ, আতাউর রহমান মানিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ইউপি সদস্য) শাহিন মিয়া, সমাজসেবক হাজী মিয়াফর আলী, নুরুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক শামসুল হক, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুল হক কামালী, সেলিম খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মজিদ, ইনডোর পরিচালক তাজ উদ্দিন, আব্দুল মতিন, আনোয়ার হোসেন আনা, জাহির আলী, টিটু চৌধুরী। ইউপি সদস্য দেলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, সমাজসেবক আতাউর রহমান, খালিস মিয়া প্রমুখ।
নুনু ফুটবল একাডেমীর পরিচালক আলী আমজদ নুনু বলেন, এই ইনডোর মাঠের সুযোগ সুবিধা ভালো এবং সিলেটের মধ্যে এতো বড় মাঠ কোথায় দেখিনি।
গোয়ালাবাজার ইনডোর স্পোর্টস সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন আনা বলেন, খেলোয়ারদের জন্য সকল সুযোগ সুবিধা রেখে এই ইনডোরটি মাঠটি স্থাপন করা হয়েছে। আশা করি এই ইনডোরটি ক্রিড়াপ্রেমীদের মনের খোরাক মিটাবে।