মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বরুড়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা কর্তৃক ১৯ ফেব্রুয়ারী বুধবার বিকাল তিনটায় কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, সহ বরুড়া উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এদিন বরুড়া পৌরসভা বনাম আড্ডা ইউনিয়নের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়, খেলায় -পৌরসভা-২ গোলে বিজয়ী হয় আড্ডা ইউনিয়ন ০ গোলে পরাজিত হয়। শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি সহ পুরস্কার বিতরণ করেন।