এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে ভারতে এসেছে বাংলাদেশের ফুটবল দল। ২৫ মার্চ শিলংয়ে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু ম্যাচের আগের দিন বাংলাদেশ ফুটবল দল নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে এবং অভিযোগ করেছে, ভারতে পা দেওয়ার পর থেকেই তাদের হেনস্থা করা হচ্ছে।
বাংলাদেশ দলের দাবি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ভারতীয় দলের বিরুদ্ধে মাঠে নামার আগেই তাদের মানসিকভাবে অস্বস্তিতে রাখার জন্য এসব সমস্যা তৈরি করছে। বাংলাদেশের ফুটবল দলের সহকারী কোচ হাসান আলি মামুন এবং ডিফেন্ডার সাদ উদ্দিন ম্যাচের আগের দিন ক্ষোভ উগরে দিয়েছেন।
বাংলাদেশ দলের অভিযোগ, প্রথমে তাদের অনুশীলনের জন্য শিলংয়ের নর্থ-ইস্টার্ন হিল বিশ্ববিদ্যালয়ের মাঠে ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই মাঠটি তাদের পছন্দ হয়নি। এর পর তারা অনুশীলন করতে যায় জওহরলাল নেহরু স্টেডিয়ামের অ্যাস্ট্রোটার্ফ মাঠে, যেখানে ফুটবলারদের চোট পাওয়ার ঝুঁকি বেশি থাকে বলে মামুন উল্লেখ করেছেন। তিনি বলেন, “অ্যাস্ট্রোটার্ফে ফুটবলারদের চোট পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম, জানি আমাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি থাকবে। আসলে এটা ভারতের কৌশল।”
এছাড়া, অনুশীলন সময় নিয়ে সাদ উদ্দিন অভিযোগ করেছেন, তাদের অনুশীলন সময়ও বারবার বদলানো হয়েছে। তিনি বলেন, “পুরো ব্যাপারটা বিরক্তিকর। বিকাল সাড়ে ৫টায় অনুশীলনের কথা ছিল, কিন্তু কোচ জানিয়েছেন সেটা পিছিয়ে সাড়ে ৭টায় হবে। যদি ভাল ঘাসের মাঠে অনুশীলন করার সুযোগ পেতাম, তাহলে প্রস্তুতি আরও ভাল হতে পারত।”
বাংলাদেশ দলের শিলংয়ে পৌঁছানোর পর, দলের সঙ্গে ১৬টি ব্যাগ পৌঁছায়নি বলে অভিযোগ করা হয়েছিল। তবে সে দিনই তারা ব্যাগগুলো পেয়ে গিয়েছিলেন। এছাড়াও, শিলংয়ের হোটেলে থাকার সময় তাদের চাহিদামতো ঘর ব্যবস্থা করা হয়নি, এবং এক ঘণ্টা অপেক্ষা করার পর তারা নিজেদের ঘরে যেতে সক্ষম হয়েছিলেন।
এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ ম্যাচটি ঘাসের মাঠে হবে, তবে বাংলাদেশ দলের অভিযোগ, কেন তাদের অনুশীলনের জন্য অ্যাস্ট্রোটার্ফ বেছে নেওয়া হয়েছে, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেয়নি এআইএফএফ।
ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলবেন ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী, যিনি বর্তমানে লেস্টার সিটির ফুটবলার হিসেবে লোনে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।
এআইএফএফ বাংলাদেশের অসন্তোষ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।