হামজা চৌধুরীকে পেয়ে যেন তাঁতিয়ে উঠেছিল বাংলাদেশ। উজ্জীবিত ফুটবলে ভারতকে কাঁপিয়ে দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। খোলস পাল্টে ভারতও দাপট দেখিয়েছে। খেলেছে আক্রমণাত্মক ফুটবল। তবে গোলের দেখা পায়নি কোনো দল। অসংখ্য সুযোগ নষ্টের ভীড়ে গোলশূন্য ড্র হয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটি।
শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচের বাঁশি বাজার পরই ভারতকে চেপে ধরে বাংলাদেশ। একের পর এক দারুণ সব আক্রমণে স্বাগতিকদের কোণঠাসা করে তোলে অতিথিরা। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। সুযোগ নষ্টের ভীড়ে শুরুতেই বেশ কয়েকবার হতাশ করেছে বাংলাদেশ। সহজভাবে বলতে গেলে প্রথম ১৮ মিনিটে তিনটি সহজ সুযোগ হাতছাড়া করে মোরসালিন, রাকিবরা।
শুরুর সে চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে প্রাধান্য বিস্তার করতে থাকে ভারত। তারাও বাংলাদেশ শিবিরে বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছে, মিস করেছে গোলের কয়েকটি সুযোগ। অর্থাৎ, প্রথমার্ধে উভয় দলই সুযোগ নষ্টের হতাশায় পুড়েছে।
বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলেছে। বল পায়ে কখনও বাংলাদেশ তো কখনও ভারতের আধিপত্য ছিল। যদিও কোনো দল সেই সোনার হরিণ গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি ০-০ গোলে ড্র হয়।