ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহামকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। এর আগে প্রথম লেগে লন্ডন ক্লাবটির মাঠ থেকে ১-০ গোলের হার নিয়ে ফেরে অল রেডরা। ২ লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল আর্নে স্লটের দল।
অ্যানফিল্ডে ম্যাচের ৩৪ মিনিটে ডাচ তারকা ফুটবলার কোডি গাকপোর গোলে লিড নেয় লিভারপুল। ৫১ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান বাড়ান ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ সালাহ। ৭৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন দমিনিক সোবোসলাই। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে টটেনহামের জালে শেষ পেরেক ঠুঁকে দেন ভার্জিল ভ্যান ডাইক।
এর আগে প্রথম দল হিসেবে লিগ কাপের ফাইনালে পা রাখে নিউক্যাসল। শিরোপার লড়াইয়ে আগামী ১৬ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসলের মুখোমুখি হবে লিভারপুল। প্রতিযোগিতার রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন মার্সিসাইডের ক্লাবটি। সবশেষ আসরেও শিরোপা জয়ের স্বাদ পায় লিভারপুল। আরও একবার শিরোপা জেতার হাতছানি তাদের সামনে।