মোঃশফিকুল ইসলাম শফিক,স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের নাজিরপুরে পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এতে সভাপতিত্ব করেন স্কুল কমিটির সভাপতি জেসমিন আরা মুন্নি, অতিথি ছিলেন ডা. এবিএম শামীম আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ সহ- সভাপতি পিরোজপুর। আরও উপস্থিত ছিলেন প্রভাষক এস এম রেজাউল করিম, জেসমিন আক্তার কুমুকুম, প্রধান শিক্ষক সাইফুর রহমান, মো. দেলোয়ার হোসেন অব: প্রকৌশলী, মো. আবু হাসানসহ
স্কুলের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে স্কুল কতৃপক্ষ মেহমানদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিকুল ইসলামের মেয়ে অত্র বিদ্যালয় কমিটির সভাপতি জেসমিন আরা মুন্নি বলেন, আমার বাবার প্রতিষ্ঠিত স্কুল, বাবা মারা যাবার পর আমার মা স্কুলটি দেখভাল করতেন। আমার পরিবার সব সময় স্কুলের খোঁজ খবর রাখেন। আমার এলাকাবাসীকে বলবো এই প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের সন্তানের মত দেখবেন। আমার দাবী স্কুলের ভবন নির্মাণের জন্য সবাই সহযোগীতা করবেন।বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য, দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।