বিশ্বকাপ এলেই বোঝা যায়, ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কতটা গভীর। ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতি সমর্থনে গোটা দেশ যেন রঙে রঙিন হয়ে ওঠে। তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের পারফরম্যান্সে হতাশ হয়ে অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন দেশের ফুটবল থেকে। সেই চিত্রে যেন একটু বদল এনেছেন হামজা চৌধুরী।
তার আগমনের পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের ফুটবল। সম্প্রতি ভারতের মাঠে গিয়ে শক্ত প্রতিপক্ষকে রুখে দিয়েছে বাংলাদেশ দল, আর এই সফলতায় বড় অবদান হামজারই। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই মিডফিল্ডার নিজের অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন দেশের ফুটবলপ্রেমীদের।
হামজার প্রভাব শুধু মাঠেই নয়, ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। জাতীয় দলের হয়ে তার অভিষেকের এক মাস পার না হতেই ফেসবুকে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখ।
এই ভালোবাসা আর সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, “ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার—আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ সবাইকে।”
প্রসঙ্গত, হামজা খুব বেশি সামাজিক মাধ্যমে সরব নন। গত বছর ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজ নামে একটি পেজ চালু করেন। যদিও শুরুতে খুব একটা আপডেট দেননি। তবে বাংলাদেশে আসার পর নিজের ছোটবেলার ছবি নিয়ে একটি ভিডিও পোস্ট করে আলোচনায় আসেন তিনি।