আর মাত্র চারদিন বাকি। আট বছর পর মাঠে ফিরতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঠে না থেকেও আট দলের এই টুর্নামেন্ট সরাসরি উপভোগের উপায় দর্শকদের বাতলে দিয়েছে আইসিসি।
বৈশ্বিক এই টুর্নামেন্টর বিভিন্ন দেশের সম্প্রচারমাধ্যমগুলোর নাম শনিবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। জানানো হয়েছে কোথায় এবং কোন মাধ্যমে দেখা যাবে খেলা।
বাংলাদেশে দুটি টিভি চ্যানেল সরাসরি এই টুর্নামেন্টের সব খেলা সম্প্রচার করবে- টি-স্পোর্টস ও নাগরিক টিভি। ১৯ দিনের এই জমজমাট টুর্নামেন্ট দেখা যাবে ডিজিটাল প্লাটফর্ম টাফি অ্যাপেও। সাবসক্রিপশনের মাধ্যমে এই অ্যাপে মোবাইলেও সরাসরি দেখা যাবে খেলা।
ভারতে দেখা যাবে জিওস্টারে। টেলিভিশনে দেখতে হলে চোখ রাখতে হবে স্টার স্পোর্টস ও স্পোর্টস-১৮ তে।
এবার ৯টি ভাষায় ধারাভাষ্য দেবে ভারতীয় চ্যানেলগুলো। ভাষাগুলো হলো- ইংরেজি, হিন্দি, মারাঠি, হরিয়ানভি, বাংলা, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড়। আইসিসির কোনো ইভেন্টে এমন উদ্যোগ এবারই প্রথম।
পাকিস্তানের দর্শকরা খেলা দেখতে পারবেন পিটিভি ও টেন স্পোর্টসে। অনলাইন স্ট্রিমিংয়ের জন্য মাইকো ও তামাশা অ্যাপ ব্যবহার করা যাবে দেশটিতে।
তাছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে খেলা দেখতে পারবেন সমর্থকরা।