কলকাতায় কালবৈশাখীর প্রভাবে আইপিএল ম্যাচে ঝড়-বৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে কলকাতা ও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া।
শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচ রয়েছে। তবে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর কারণে এই ম্যাচ বাধাগ্রস্ত হতে পারে।
বৃহস্পতিবার থেকেই দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার। সাধারণত কালবৈশাখী দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে হয়ে থাকে। শনিবার সন্ধ্যা ৭:৩০ টায় ম্যাচ শুরু হওয়ার কথা, তবে বৈরী আবহাওয়ার কারণে খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।