আলোচনা এবং উত্তেজনা থামছে না। অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। আজ সন্ধ্যা ৭:৩০টায় ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি নিয়ে চলছে ব্যাপক উন্মাদনা। শেষ এক সপ্তাহে শিলংয়ের ফুটবল উত্তেজনা বাংলাদেশেও অনুভূত হচ্ছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রতিটি ম্যাচই আবেগ ও উত্তেজনায় পরিপূর্ণ। আজ সন্ধ্যায় শুরু হবে সেই মর্যাদার লড়াই।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং স্টার স্পোর্টস নেটওয়ার্ক। খেলাটি অনুষ্ঠিত হবে ভারতের শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
ভারতের স্প্যানিশ কোচ মানালো মার্কেজের কঠিন পরিকল্পনা রয়েছে, এবং ঘরের মাঠে ভারতের লক্ষ্য তিন পয়েন্ট অর্জন ও বাছাই পর্ব নিশ্চিত করা। বাংলাদেশের লক্ষ্যও একই। শক্তি ও পরিসংখ্যানের দিক থেকে ভারতের কিছুটা এগিয়ে থাকলেও, মাঠে আজ উত্তেজনা ছাড়াবে।
গত ১৯৭৮ সাল থেকে ২০২১ পর্যন্ত দুই দল ২৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ১৩টি, বাংলাদেশ ৩টি এবং ১০টি ম্যাচ ড্র হয়েছে। আজ কি বাংলাদেশ নতুন সুখস্মৃতি তৈরি করবে? সে উত্তর সময়ই দেবে।
ম্যাচের বিস্তারিত:
খেলাধুলার সময়: আজ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:৩০ (বাংলাদেশ সময়)
ভেন্যু: শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম
টেলিভিশনে সম্প্রচার: টি-স্পোর্টস ও স্টার স্পোর্টস নেটওয়ার্ক