মাহফুজুল হক পিয়াস, ইবি:
“তুমি কে? আমি কে? রাজাকার! রাজাকার!”-এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৪ জুলাইকে ‘আওয়ামী ন্যারেটিভ ধ্বংসের দিন’ হিসেবে স্মরণ করে ক্যাম্পাসে একটি প্রতীকী প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। এসময় এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে ‘তুমি কে, আমি কে, রাজাকার-রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার; চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; আওয়ামী লীগের ঠিকানা, বাংলাদেশে হবে না; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’সহ বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, তানভির মন্ডল, গোলাম রব্বানী, মোবাশশির আমিনসহ দুই শতাধিক শিক্ষার্থী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সহ-সমন্বয়ক সৌরভ বলেন, “আজকের দিনটি ঐতিহাসিক দিন। এই দিনেই পুরো আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিলো। আমরা যারা কেবলমাত্র নিজেদের ন্যায্য অধিকার চেয়ে আন্দোলনে নেমেছিলাম, আমাদেরকে স্বৈরাচারী সরকার রাজাকার বলে গালি দিয়েছিল। সেই অপমান, সেই গালি এটি ছিল আন্দোলনের এক বাঁকবদলের মুহূর্ত। যারা তখনও আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ছিলেন না, তারাও এই অপমানের জবাব দিতে রাতের আঁধারে রাজপথে নেমে এসেছিলেন। আমরা চাই, জুলাই মাসের এই দিনটি আমাদের হৃদয়ে গেঁথে থাকুক।”