সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন কমিটি ঘোষণা করেছে।
ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ সভাপতি এবং হিসাববিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইমুনা বিনতে রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোসাইটির অন্যান্য সদস্যদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এমনভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, যা ইংরেজি ভাষাকে সকলের জন্য আরও সহজ, উপভোগ্য ও ব্যবহারোপযোগী করে তুলবে।
সভাপতি ফয়সাল আহমেদ বলেন, “আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা, বাক্পটুতা, লেখালেখি, শোনা ও পড়ার ক্ষমতা বৃদ্ধি করা। যদিও আমরা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করি, তবুও বাস্তব জীবনে এই ভাষায় দক্ষতা প্রায়ই সীমিত থাকে। সেই ঘাটতি পূরণে ক্লাবটি সাপ্তাহিকভাবে একটি নিরবচ্ছিন্ন অনুশীলনের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে সদস্যরা নিজেদের দক্ষতা নিয়মিতভাবে শাণিত করতে পারে।”
সাধারণ সম্পাদক মাইমুনা বিনতে রহমান বলেন, “ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিনা সংকোচে ইংরেজি চর্চা করা যায়। অনেক সময় বন্ধুমহলে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে সংকোচ বোধ হয় বা হাস্যরসের শিকার হতে হয়—কিন্তু এখানে সেই সমস্যা নেই। আমাদের ক্লাবের মূল মটো ‘Learn English, Access the World’—যা প্রতিফলন করে যে জ্ঞানার্জনের জন্য ইংরেজি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
২০২৫–২৬ শিক্ষাবর্ষে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটির ঘোষিত কমিটিতে রয়েছেন:
সভাপতি ফয়সাল আহমেদ – এফটিএনএস, ২০১৯–২০২০
সহ-সভাপতি মাহাবুবা নাসরিন – সিপিএস, ২০১৯–২০২০
সাধারণ সম্পাদক মাইমুনা বিনতে রহমান – হিসাববিজ্ঞান, ২০২১–২০২২
সংগঠন সম্পাদক রূপা মজুমদার – অর্থনীতি, ২০২০–২০২১
সহ-সংগঠন সম্পাদক মো. হাবিবুর রহমান – সিপিএস, ২০২১–২০২২
কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক মো. নাজমুল হাসান ভূঁইয়া – ম্যানেজমেন্ট, ২০২১–২০২২
অর্থ সম্পাদক ইসরাত জাহান হেলেন – অর্থনীতি, ২০২০–২০২১
গ্রাফিক্স, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সুমন রায় – ম্যানেজমেন্ট, ২০২০–২০২১
নির্বাহী সদস্য মো. সাজ্জাদ হোসেন – সিপিএস, ২০২০–২০২১
নির্বাহী সদস্য মো. কামরুজ্জামান ফারাজী সেলিম – ইএসআরএম, ২০১৯–২০২০
কমিটির অনুমোদন দিয়েছেন:
প্রফেসর ড. আনোয়ার রহমান আনসারী, চেয়ারম্যান, ইংরেজি বিভাগ
ড. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
জান্নাত ই হোসনে আরা, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
গাজী মোহাম্মদ শাকিল ইমতিয়াজ ফাহাদ, লেকচারার, ইংরেজি বিভাগ
ইংলিশ ল্যাঙ্গুয়েজ সোসাইটির সদস্যরা আশাবাদী, নতুন নেতৃত্বের মাধ্যমে একটি প্রাণবন্ত ও কার্যকর ইংরেজি শিক্ষার পরিবেশ গড়ে উঠবে। আকর্ষণীয় কর্মশালা, প্রতিযোগিতা এবং সাহিত্যভিত্তিক নানা উদ্যোগের মাধ্যমে সদস্যদের শেখার ও বিকাশের সুযোগ তৈরি করার অঙ্গীকার ব্যক্ত করেছে নতুন কমিটি।