মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি)
মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি) এবং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করেছে।
এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী ও উদ্ধতপূর্ণ সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিলে শিক্ষার্থীরা “ডাউন উইথ আমেরিকা”, “স্টপ ইসরায়েল” এবং “ফিলিস্তিনকে মুক্তি দাও” স্লোগান দিতে থাকে।
১৩ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে আমেরিকার আধিপত্যবাদের ইতিহাস এবং ইসরাইলকে সমর্থনের মাধ্যমে সংঘটিত ইতিহাসের সর্বনিকৃষ্ট গণহত্যার তীব্র নিন্দা জানান। তারা বলেন, আমেরিকা বছরের পর বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে আধিপত্যবাদ কায়েম করে আসছে এবং ইসরাইলকে সমর্থন করার মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে।মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে জানান তারা।
আমেরিকা নিজেদের স্বার্থের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে উল্লেখ করে বিইউপি শিক্ষার্থী নুসাইব বলেন, তারা ইসরাইলকে ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
পরে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১২ নম্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা আমেরিকার ও ইসরাইলের পতাকা পদদলিত করে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান।