মাসুম মিয়া, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী সেমিনার ‘চলচ্চিত্রকর্ম: পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন ২০২৩-এর ভূমিকা’।
১৮ মে ২০২৫, রবিবার, পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ কপিরাইট অফিস, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ে।
উপাচার্য: “আরও সেমিনার প্রয়োজন”
সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, “পাইরেসি প্রতিরোধ ও কপিরাইট আইনের প্রয়োগ বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু চলচ্চিত্র নয়, সকল সৃজনশীল কর্মেই এই আইনের প্রয়োগ জানা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “এ ধরনের আরও সেমিনার আইকিউএসি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজন করা উচিত।”
সেমিনারের মূল আয়োজন
সেমিনারে সভাপতিত্ব করেন কপিরাইট রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
মূল প্রবন্ধ ও সমাপ্তি
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান।
ধন্যবাদ জ্ঞাপন করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পল এবং
সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা সিকদার।
সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।