মোঃ রাহাদ আলী সরকার, মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি:
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উপাচার্য মেরিটাইম ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে ইউজিসি চেয়ারম্যানের সাথে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে চট্টগ্রামের হামিদচরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের অগ্রগতি এবং উপাচার্য হিসেবে তার দায়িত্ব গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।