হাবিবুর রহমান (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির আবাসিক শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান ও হাদিস মুখস্তকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ইফতারের পূর্বে উপজেলার আব্দুল করিম আবাসিক শিক্ষা নিকেতন একাডেমি চত্ত্বরে আয়োজিত কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়।
একাডেমির চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, একাডেমির অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমান, পরিচালক জহির উদ্দিন জুয়েল, খাইরুল মোস্তাক সুমন, রফিকুল ইসলাম, ওবায়দুল্লাহ, আমজাদ হোসেন, জিল্লুর রহমান, কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম, আবাসিক শিক্ষক মাসুম বিল্লাহ, আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের সভাপতি আবুল হোসেন, অভিভাবক মহসীন আলী, কাজী আজিজুল ইসলাম, আব্দুল ওহাব, হোসাইন আহমেদ, মোখলেছুর রহমান জিন্নু সহ আরও অনেকে।
শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান করেন হাফেজ এনামুল হক। আলোচনা শেষে ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক আসাদুজ্জামান আল আমিন।