মাসুম মিয়া, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের বাৎসরিক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ১০ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় নৈতিক ও স্বচ্ছভাবে প্রাইমারি ডাটা সংগ্রহের ব্যাপারে আলোকপাত করেন। শিক্ষক ও শিক্ষার্থীদের ভালো মানের জার্নালে (Q৪-Q১) প্রবন্ধ প্রকাশের ব্যাপারে উৎসাহিত করেন। তিনি আরও উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে শিক্ষকদের ভালো মানের জার্নালে প্রকাশিত প্রবন্ধের অভাবে প্রমোশনের সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, গবেষণা ও স¤প্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেস্ট্রিার প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। সভাপতি তার বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের জার্নাল গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। স্বাগত বক্তব্য প্রদান করেন লোকাল গভর্নমেন্ট এন্ড আরবান স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ।
উক্ত গবেষণা সেমিনারে ৫৩ জন গবেষক তাদের গবেষণা উপস্থাপন করেন। গবেষণা সেমিনারে প্রবন্ধ মূল্যায়ন করেন প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমেদ, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক উপাচার্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. রেজাউল ইসলাম, ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড রিসার্চ ও ডিরেক্টর আইকিউএসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, অর্থনীতি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. মশিউর রহমান, পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।