মাসুম মিয়া, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে নতুন বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক ড.জিল্লুর রহমান পল।
সোমবার (১২ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে পরবর্তী ৩ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ধারা ২৪ এর উপধারা (৩) মোতাবেক যোগদানের তারিখ হতে কার্যকর হওয়ার শর্তে পরবর্তী তিন বছরের জন্য ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পল বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।