ববি প্রতিনিধি :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল ও শের-ই বাংলা হলে মাইলস্টোনে নিহতদের শহিদী মৃত্যু ও আহত শিক্ষার্থীদের সুস্থতা কামনা করে দোয়া করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার ( ২৩শে জুলাই) আসরের নামাজের পর হল দুটির মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ববি শাখার সভাপতি হাসিবুল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুম বিল্লাহ, বিজয় ২৪ হল সভাপতি এনামুল হক,শেরে বাংলা হল তরিকুল ইসলামসহ হলের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।