মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা এ দোয়া মাহফিলের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মামুনুল হক, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন,
“আগে আমরা ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে পারতাম না। এই সাহস, এই অধিকার এনে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা। তাদের রক্ত আমাদের মুক্তি দিয়েছে। সেই রক্তের ঋণ কখনও শোধ হবার নয়। তবে তাদের মাগফিরাত কামনার মাধ্যমে আমরা সে ঋণের কিছুটা হলেও পরিশোধের চেষ্টা করতে পারি।”
তিনি আরও বলেন, “আমি সরকারের প্রতি আহ্বান জানাই—জুলাই শহীদ পরিবারের প্রতি আজীবন সহযোগিতা নিশ্চিত করা হোক। একইসাথে জুলাই-আগস্ট বিপ্লবে আহত বা নিহতদের পরিবারের কেউ যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে।”
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আশরাফ উদ্দীন খান।