পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আকস্মিক সফর করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ও প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
বুধবার (২১ মে) দুপুরে পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা পরিদর্শন শেষে লেবুখালী হয়ে বরিশালে ফেরার পথে হঠাৎই তিনি পবিপ্রবিতে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা ১৫ মিনিটে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এই সফরের সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমন্ত্রণ জানান এবং পরবর্তী কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা ক্যাম্পাসে পৌঁছান।
সফরটি পূর্বঘোষণা ছাড়া হলেও বিশ্ববিদ্যালয় পরিবারে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী উচ্ছ্বাস ও গর্বের পরিবেশ।
পরিকল্পনা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ভবন, গবেষণাগার, গ্রন্থাগার, নির্মাণাধীন ছাত্রীনিবাস, ছাত্রাবাস, ‘লাল কমল’ ও ‘নীল কমল’ লেকসহ চলমান অবকাঠামো উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি ক্যাম্পাসের পরিস্কার-পরিচ্ছন্নতা ও নির্মাণশৈলীর প্রশংসা করেন।
এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, বিশেষ করে দুটি লেকের পাড় ভেঙে পড়ার ঝুঁকি এবং গাইড ওয়ালের অভাবের বিষয়টি উপদেষ্টার নজরে আনেন। এ ব্যাপারে ইউজিসির মাধ্যমে জরুরি অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “এই অঞ্চল শিক্ষার বিস্তারে এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র। প্রাকৃতিক সৌন্দর্য ও প্রশাসনিক শৃঙ্খলা দেখে আমি অভিভূত। প্রান্তিক বলে কেউ পিছিয়ে থাকবে না—এই বিশ্বাস থেকেই আমাদের কাজ আরও জোরদার করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় গুণগত মান বৃদ্ধির পাশাপাশি নতুন করে চালু হতে যাওয়া ‘মেরিন ফিশারিজ অ্যান্ড ওসানোগ্রাফি’ বিভাগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করেন তিনি।
উক্ত সফরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা উপদেষ্টার এই সফর প্রশাসন, শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে জানান সংশ্লিষ্টরা।
বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি বরিশালের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।