খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য ও শিক্ষকদের উপর নির্মম হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আইইবি’র উদ্যোগে আজ ১ মার্চ ২০২৫ খ্রি. জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর দুই’টায় মানববন্ধন অনুষ্ঠিত
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর উদ্যোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য ও শিক্ষকদের উপর নির্মম হামলা ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে আজ ১ মার্চ ২০২৫ খ্রি. শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর দুই’টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (এসএন্ডডব্লিউ) আইইবি এবং সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী এ. টি. এম. তানবীর-উল-হাসান (তমাল) ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) আইইবি।
মানববন্ধনে আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক, অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বলেন, কুয়েটে উপাচার্য ও শিক্ষকদের উপর হামলাকারীরা ছাত্র হওয়ার অযোগ্য। বিভাগীয় তদন্তের মাধ্যমে কুয়েটে হামলাকারী ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তিনি অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবী জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (একাডেমিক ও আন্তর্জাতিক) আইইবি, প্রকৌশলী মো. নূর আমিন, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এইচআরডি) আইইবি, প্রকৌশলী মোহাম্মদ আহসানুল রাসেল, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) আইইবি, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, সম্মানী সহকারী সাধারণ সম্পাদক (এসএন্ডডব্লিউ) আইইবি, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) ঢাকা কেন্দ্র, আইইবি, প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান, সম্মানী সম্পাদক, ঢাকা কেন্দ্র, আইইবি। এছাড়াও মানববন্ধনে আইইবি’র বিভাগীয় প্রকৌশলীগণ সহ বিপুল সংখ্যক প্রকৌশলী উপস্থিত ছিলেন।