পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Utilize Your Own Resource: Research & Publication Series-1” শীর্ষক কর্মশালার টেকনিক্যাল সেশন “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ। এছাড়া, কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসিন হুসাইন খান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহকারী অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন। দ্বিতীয় পর্বে তিনি “সায়েন্টিফিক রিসার্চ ও গবেষণাপত্র প্রকাশনা” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রথম পর্বের বক্তব্যে ড. জালাল উদ্দীন গবেষণা ও কর্মসংস্থান (Job Replacement) বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের কেবল ভালো ফল করলেই হবে না, গবেষণায় দক্ষতা অর্জন করতে হবে। ট্রান্সক্রিপ্ট, গবেষণা ও প্রকাশনা—এই তিনটি বিষয়ই শিক্ষার্থীদের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দ্বিতীয় পর্বে হাতে-কলমে সায়েন্টিফিক রিসার্চ জমাদান ও প্রকাশনার কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তী ধাপে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে মতবিনিময় করা হয়।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করেন ইএসডিএম অনুষদের ডিন। এ সময় তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
আবু হাসনাত তুহিন
পবিপ্রবি প্রতিনিধি