পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর ২৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘রিসার্চ ফেস্টিভ্যাল–২০২৫’। তবে উৎসবের সূচনায়ই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা—উদ্বোধনী ব্যানারে একসঙ্গে ৯টি বানান ভুল ধরা পড়ে, যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদবিও ছিল ভুলভাবে লেখা। ফলস্বরূপ, ব্যানার সরিয়ে নেওয়া হয় এবং ব্যানার ছাড়াই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
রবিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে এই দিনব্যাপী রিসার্চ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলের সংকট, সম্ভাবনা ও টেকসই উন্নয়ন নিয়ে গবেষণাভিত্তিক আলোচনাই ছিল এ আয়োজনের মূল প্রতিপাদ্য।
তবে অনুষ্ঠানের শুরুতেই আগত শিক্ষক, গবেষক ও অংশগ্রহণকারীদের দৃষ্টিতে আসে ব্যানারের বানান ভুলগুলো। এতে উপস্থিতির মাঝে শুরু হয় সমালোচনার ঝড়। আয়োজকরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে ব্যানার সরিয়ে ফেলেন।
এ বিষয়ে রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ বলেন,
“ব্যানারটি শনিবার (১৭ মে) রাত ১১টার দিকে তৈরি করা হয়েছিল। এরপর আর যাচাই করা হয়নি। অনুষ্ঠান শুরু হতেই ভুলগুলো চোখে পড়লে ব্যানারটি সরিয়ে নিই এবং ব্যানার ছাড়া অনুষ্ঠান সম্পন্ন করি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন,
“এ ধরনের আয়োজনে ব্যানারে বানান ভুল দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, রিসার্চ ফেস্টিভ্যালের মতো একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আয়োজনে এ ধরনের অমনোযোগিতা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তারা আশা করছেন, ভবিষ্যতের আয়োজনে বিশ্ববিদ্যালয় আরও বেশি পেশাদারিত্ব দেখাবে এবং এমন ভুলের পুনরাবৃত্তি হবে না।