মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া:
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) বরুড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করেছে ভর্তি মেলা। ৭ জুলাই থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলবে এই মেলা।
শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ
আইএসইউ-র অ্যাডমিশন ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিশেষ সুযোগ রয়েছে। বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ২০% থেকে ১০০% পর্যন্ত টিউশন ফি ওয়েভার, স্কলারশিপ এবং আকর্ষণীয় উপহার রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে বছরে দুটি সেমিস্টারে (জানুয়ারি-জুন ও জুলাই-ডিসেম্বর) শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয় ও একাডেমিক কাঠামো
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদানে আইএসইউ বদ্ধপরিকর। এজন্য শুরু থেকেই দক্ষ শিক্ষক, আধুনিক ক্যাম্পাস, ব্যবহারিক শিক্ষার উপযোগী ল্যাব ইত্যাদি নিশ্চিত করা হয়েছে।
বর্তমানে আইএসইউ-তে চারটি অনুষদের অধীনে মোট ছয়টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এগুলো হলো:
১. ব্যবসায় শিক্ষা অনুষদ
- ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA)
- মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA)
২. ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ
- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট (AMM)
৩. হিউম্যানিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সেস অনুষদ
- বিএ (অনার্স) ইন ইংলিশ
- এমএ ইন ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজ
- ব্যাচেলর অব ল (LLB Honours)
- প্রি-ইউনিভার্সিটি ইংলিশ কোর্স
- মাস্টার অব পাবলিক হেলথ (MPH)