আবু হাসনাত তুহিন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত চালক ও সহকারীদের জন্য “শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা” শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা কেবল যাতায়াত নয়—এটি একটি মানবিক ও শৃঙ্খলাবদ্ধ অনুশীলনের ক্ষেত্র, যা শিক্ষার্থীদের নিরাপদ যাত্রার সঙ্গে সঙ্গে তাদের মানসিক স্বস্তিও নিশ্চিত করে।”
প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সুশৃঙ্খল পরিবহন বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আনে। চালক ও সহকারীদের আন্তরিকতা ও সময়জ্ঞান এ ব্যবস্থাকে কার্যকর করে তুলতে পারে।”
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “পরিবহন খাতকে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করতে হলে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।”
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, চালকদের মধ্যে সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাও অত্যন্ত জরুরি। এই সেমিনার তারই এক গুরুত্বপূর্ণ ধাপ।”
সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, প্রফেসর ড. মোঃ নুর নবী, পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ কামাল হোসেন, ট্রাফিক পুলিশের পরিদর্শক আইজিএম শাহারিয়াতুল মোতাকাব্বির এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট সজিব দেবনাথ।
সেমিনারে পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, পরিবহন কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চালক-সহকারীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী সেমিনারটি বিকেল ৫টায় শেষ হয়।