ইকবাল হাসান মাহমুদ সাজিদ
—বুটেক্স সংবাদদাতা
বাংলদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্বাস উদদীন শায়ক গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ মনোনীত হয়েছেন।
ফ্যাশন ইন্ডাস্ট্রির নোবেল পুরস্কারখ্যাত গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড হলো এইচ অ্যান্ড এম ফাউন্ডেশন কর্তৃক চালু করা একটি বার্ষিক পুরস্কার। ২০১৫ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে টেকসই উন্নয়ন এবং উদ্ভাবনী সমাধানের উন্নয়নকে উৎসাহিত করা এর মূল উদ্দেশ্য।
বিভিন্ন সূত্রে জানা যায়, এবছর বিশ্বের ৬টি মহাদেশের ৬৯টি দেশের ৪৭৬টি আইডিয়া থেকে সেরা ২০টি আইডিয়া নির্বাচন করা হয়েছে। যার মধ্যে একটি হলো বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্বাস উদদীন শায়ক-এর ডিকার্বনাইজেশন ল্যাব।
ডিকার্বনাইজেশন ল্যাব হলো একটি বিশেষ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, যা পরিবেশবান্ধব ডাইং, ফিনিশিং এবং উপকরণ প্রক্রিয়াকরণে কাজ করছে। এই ল্যাবটি কম কার্বন নির্গমন প্রযুক্তি ব্যবহার করে পুরোনো পদ্ধতিগুলোকে পরিবর্তন করতে এবং টেকসই উৎপাদন পদ্ধতিগুলোকে এগিয়ে নিতে কাজ করছে।
নির্বাচিত আইডিয়াগুলো সাসটেইনেবল ম্যাটেরিয়াল অ্যান্ড প্রসেস, রেসপনসিবল প্রোডাকশন, মাইন্ডফুল কনজাম্পশন এবং ওয়াইল্ডকার্ডস এই ৪টি ক্যাটাগরিতে বিভক্ত।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. আব্বাস উদদীন শায়ক বলেন, গতবছরের অক্টোবর মাসে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। সেরা ২০-এ নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক এবং আবেগের ব্যাপার। কয়েকটি ধাপ পার করে আমাকে এই অবস্থায় আসতে হয়েছে। শুরুতে আমার একজন জার্মান কলিগ আমাকে এটার জন্য নমিনেশন দেয়। তারপর আমাদের একটি ভিডিও বানাতে হয় এবং শেষে ইন্টারভিউ হয়। আমি মনে করি আমার অন্যান্য টিম মেম্বারদের অবদান এখানে অনেক বেশি। দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে আমাদের।
সেরা ১০-এ মনোনীত হবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আশাবাদী এবং সেরা ২০-এ আসাও আমার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে আমি মনে করি বুটেক্সের জন্য এই অর্জন মাইলফলক। তাছাড়া আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটি বই লেখার কথাও চিন্তা করছি।
উল্লেখ্য, বিশেষজ্ঞ পরিষদ পর্যালোচনা, বাছাই ও নির্দেশনার মাধ্যমে আইডিয়াগুলো থেকে সেরা ১০টি আইডিয়া নির্বাচন করে বিজয়ীদের মধ্যে মোট ২০০,০০০ ইউরো পরিমাণ অর্থ সহায়তা প্রদান করবে।