মোঃ হামিদুর রহমান লিমন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশের পাঁচটি কেন্দ্রে একযোগে আয়োজিত এ পরীক্ষায় রংপুর অঞ্চলের দুইটি কেন্দ্র—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মোট ৮৭.৪৭% পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বেরোবি কেন্দ্রে ২ হাজার ৯২৫ জন এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশ নেন। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের পরীক্ষায় বেরোবি কেন্দ্রে ২ হাজার ৭৫৬ জন এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২ হাজার ৩৪৩ জন অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বেরোবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী সন্তোষ প্রকাশ করে বলেন, “প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা বেরোবিতে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় পরীক্ষা দিতে পেরে সময় ও অর্থ সাশ্রয়ের সুযোগ পেয়েছেন।” এছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয় বলে তিনি জানান।
পরিদর্শনকালে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ রংপুর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ও বেরোবি গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরির গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামান, শাবিপ্রবি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিয়মতান্ত্রিক ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য উপকারী হবে।