মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিভা আক্তার যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব মিশিগান-অ্যান আর্বার থেকে শতভাগ স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন।
রিভা জবি থেকে বিএসসিতে সিজিপিএ ৩.৭৯ এবং এমএসসিতে ৩.৯২ অর্জন করেন। পাশাপাশি তিনি রিসার্চে মনোযোগী হয়ে ইতোমধ্যে ৭টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার এই কৃতিত্বের ফলে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ফুল-ফান্ডেড পিএইচডি অফার পেলেও তিনি মিশিগান-অ্যান আর্বারকে বেছে নেন।
বিশ্ববিদ্যালয়ে পিওর কেমিস্ট্রির ছাত্রী হলেও রিভা কাজ করছেন ইঞ্জিনিয়ারিং-ভিত্তিক একটি বিষয় — কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ।
স্কলারশিপ পেতে কী করতে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,
“সিজিপিএ অবশ্যই ভালো থাকতে হবে। ৩.৫-এর ওপরে থাকলে মোটামুটি নিরাপদ বলা যায়। পাশাপাশি অবশ্যই রিসার্চ এক্সপেরিয়েন্স থাকতে হবে।”
পাবলিকেশন বিষয়ে তিনি বলেন,
“প্রোপার পাবলিকেশন থাকলে একটাই যথেষ্ট, তবে বেশি হলে ভালো।”
তরুণদের উদ্দেশ্যে তিনি ইংরেজি শেখার গুরুত্ব দিয়ে বলেন,
“স্কলারশিপ পাওয়ার পাশাপাশি বিদেশে এসে টিকে থাকতে হলে ইংরেজিতে দক্ষতা থাকা জরুরি।”
বিদেশে আবেদন কখন করা উচিত — এমন প্রশ্নে রিভা জানান,
“ভালো সিজিপিএ, রিসার্চ এক্সপেরিয়েন্স ও IELTS স্কোর থাকলে অনার্সের পরেই আবেদন করা সম্ভব, তবে ফান্ডিংয়ের দিক থেকে পিএইচডি প্রোগ্রামেই বেশি সুযোগ থাকে।”
জুনিয়রদের উদ্দেশে রিভা বলেন,
“অনেকেই প্রথম বর্ষে এসে হতাশ হয়। কিন্তু কোথায় যেতে পারতাম সেটা না ভেবে, যেখানে আছি সেখান থেকেই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করাই উচিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে।”