জবি প্রতিনিধি :
ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফেনী জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাজধানীর নয়া পল্টনের সানগ্রিলা ইন রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়। ইফতারে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী এবং অসংখ্য বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম মজনু। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রকল্যাণের সভাপতি শরীফুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মজনু বলেন, আজকের এই অনুষ্ঠানে ফেনীর মানুষের উপস্থিতিতে আমি খুবই আনন্দিত হয়েছি। আশা করি ফেনী জেলার সকলে এরকম ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাবে। ফেনীর মানুষের জন্য আমার দরজা সব সময় খোলা।
তিনি আরো বলেন,আমরা ফেনীর শিক্ষার্থীদের পাশে সবসময় থাকতে চাই।সামনের দিনগুলোতে ঢাকাতে ফেনীর যত শিক্ষার্থী আছে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়,বাকি আরো যেসব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা আছে তাদের প্রয়োজনে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ফেনীর কৃতি সন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম বলেন,খুব সুন্দর একটি প্রোগ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি।ঢাকাস্থ ফেনীর ছেলে মেয়েদের যেকোনো সমস্যায় ও পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ফেনী জেলা ছাত্র কল্যাণের সভাপতি শরিফুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের ইফতার আয়োজন হয়েছে সাথে আমরা নবীন বরণের আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফেনী জেলার ছাত্রছাত্রীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। নবাগত শিক্ষার্থীরা নিজেদেরকে একা বোধ করবে না।আমরা চেয়েছি আমাদের ফেনীর শিক্ষার্থীদেরকে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য।পবিত্র মাহে রমজানে ইফতার ও নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সবার মধ্যে এক ধরণের মেলবন্ধন তৈরী হয়েছে বলে আমরা আশাবাদী। সামনেও ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ফেনীর শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবে বলে জানান তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক ও ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফেনী জেলার সকল শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়েছে। তাদেরকে একত্রিত করতে পেরে আমরা খুবই আনন্দিত। ফেনী জেলার শিক্ষার্থীরা যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অভিভাবকহীন নয় আজকের এই অনুষ্ঠান সেটারই প্রমাণ।