পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণামূলক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে ২০২৫) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের FQAC এবং PSAC কমিটির সদস্যরা অংশ নেন।
অতিথিদের বক্তব্য
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে স্বচ্ছতা, মাননির্ধারণ ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। IQAC-এর এই উদ্যোগ গুণগত শিক্ষার প্রসারে কার্যকর ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “গবেষণা ও শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে স্বীকৃতি অর্জন সময়ের ব্যাপার মাত্র। এ ধরনের কর্মশালা আমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাচ্ছে।”
সভাপতিত্ব ও আলোচকবৃন্দ
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “এই কর্মশালার উদ্দেশ্য হলো বিভিন্ন বিভাগে স্ব-মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালী করে স্বীকৃতি অর্জনের উপযোগী কাঠামো তৈরি করা।”
উদ্বোধনী বক্তব্য রাখেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. মোঃ নুর নবী।
দিনব্যাপী কর্মশালায় দুটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে আলোচক ছিলেন সিএসই অনুষদের সিনিয়র প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং দ্বিতীয় সেশনে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ মামুন-উর-রশিদ।
কর্মশালার মূল বিষয়বস্তু
নামাজ ও মধ্যাহ্নভোজ বিরতির পর বিকেলে পুনরায় সেশন শুরু হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া, মানোন্নয়নের কৌশল এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।