পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) পরিবারের দুই কৃতী সন্তান জোয়ায়রিয়া জামান তাসনিম ও সাইফ সালাহউদ্দিন ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) অর্জন করেছেন।
জোয়ায়রিয়া পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামান ও ডেপুটি রেজিস্ট্রার সালমা সুলতানার কপবিপ্রবি পরিবারের গর্ব: এসএসসিতে এ প্লাস পেলেন জোয়ায়রিয়া ও সালাহউদ্দিনন্যা। তিনি বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সাইফ সালাহউদ্দিন কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মাসুদ ও ইয়াসমিন বেবির পুত্র। তিনি বরিশাল জিলা স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ এক বিবৃতিতে তাদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া কামনা করেছে।