জবি প্রতিনিধি
আজ ৬ মার্চ২০২৫, জবির আইন বিভাগ, শিক্ষার্থীরা বার কাউন্সিলের আবেদন ফি কমানোর দাবীতে শান্ত চত্ত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সামনে সমবেত হয়ে বিক্ষোভ করে।
তারা জানায় বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪০২০ টাকা ও জুডিশিয়ারির পরীক্ষার আবেদন ফি ১০২০ টাকা।বার কাউন্সিল পরীক্ষার ফি জুডিশিয়ারির পরীক্ষার আবেদন ফি থেকে অনেক গুণ বেশি। যেখানে অন্যান্য প্রথম শ্রেণীর পরীক্ষার আবেদন ফি প্রায় ২০০ টাকা।
এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তফা আহমেদ সন্তু, ১৪ তম আর্বতন বলেন, অন্যন্যা প্রথম শ্রেণীর আবেদন ফি যেখানে প্রায় ২০০ টাকা সেখানে জুডিশিয়ারির আবেদন ফি ১০২০ ও বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি ৪০২০ টাকা যা অনেক বড় মাপের বৈষম্য। এবং এর প্রতিবাদে আমরা আইন বিভাগের শিক্ষার্থীরা সমবেত হয়েছি। আমরা চাই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন অন্যন্যা পরীক্ষার আবেদন ফি এর সাথে সমন্বয় করে পরীক্ষার ফি যাতে নির্ধারন করে।
এই প্রেক্ষিতে নিপা রাণী সাহা বলেন, বার কাউন্সিল পরীক্ষার আবেদন ফি শিক্ষানবিশ আইনজীবীর জন্য বার্ডেন।আরো বলেন আমরা আইনের শিক্ষার্থী হিসেবে বৈষম্যের শিকার।