সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি : প্রায়ই ৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেলো সোহরাওয়ার্দী কলেজ ডিভাইডিং ক্লাব। রবিবার সকাল ১০ টায় এ কমিটির অনুমোদন দেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়।
এতে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পেয়েছেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আওলাদ জিসান এবং একাই শিক্ষা বর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবরিনা সুলতানা।
এছাড়াও অন্যান্য পদে দ্বায়িত্ব পেয়েছেন, সিনিয়র সহ-সভাপতি ফাহিমুল ইসলাম, সহ-সভাপতি আশিকা জান্নাত, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর আদনান ইফতি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: হৃদয় হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: শাহরিয়ার আজিম, দপ্তর সম্পাদক আলিফুল ইসলাম আলিফ, অর্থ সম্পাদক প্রত্যাশা অন্তরা, প্রচার সম্পাদক আবির, কার্য-নির্বাহী সদস্য হেমায়েত হোসেন হৃদয়।
কমিটি প্রকাশের পর সভাপতি আওলাদ জিসান বলেন, যুক্তির লড়াইয়ে সত্যের মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহি কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য আমাকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, চিফ মডারেটর, মডারেটর ও সকল সদস্যর নিকট।
আপনি জানেন যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস অন্যতম সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন শিক্ষার্থীর জীবনে তেমনি বিতর্ক করার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্ত চর্চার মাধ্যমে নিজেদের মেধাকে বিকশিত করতে পারবে, নেতৃত্বের গুণাবলি সৃষ্টি অর্জন করতে পারে ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
এবিষয়ে সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা বলেন, বিতর্ক ক্লাবটিকে প্রথম অবস্থায় সক্রিয় করে তুলতে চাই। তাছাড়া এই ক্লাবের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীরা সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক কুটনৈতিক, ইত্যাদি বিষয়াদি যুক্তি,বিশ্লেষণ মাধ্যমে নিজেদের মনোভাব ফুটিয়ে তুলতে পারে আমরা সেই প্লাটফর্ম তৈরি করতে চাই।
তাছাড়া জাতীয় পর্যায়ে বিতর্ক করার ইচ্ছা রয়েছে।
এবিষয়ে, সাংগঠনিক সম্পাদক আজিম বলে, আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে সোহরাওয়ার্দী কলেজ ডিভাইডিং ক্লাবের সদস্যদের জাতীয় পর্যায়ে ডিভাইট করার মতো করে প্রস্তুত করা এর জন্য আমাদের যা যা করনীয় আমরা তাই করবো। এবিষয়ে আমাদের অধ্যক্ষ ম্যাম আমাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। এতদিন ক্লাবটি কিভাবে চলছে সেটা মনে করতে চাইনা আজ থেকে একটি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ক্লাবের কার্যক্রম পরিচালিত হবে। আমরা সোহরাওয়ার্দী কলেজের ডিভাইডিং ক্লাবের মাধ্যমে আমাদের কলেজকে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডল তুলে ধরতে চাই।