মোঃ আব্দুল কুদ্দুস
সিরাজগঞ্জ প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটি শেষে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রোববার (০৬ এপ্রিল) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়। ছুটি শেষে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা জানান ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু ও সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। ছুটি শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও নব উদ্যমে তাদের কাজ আরম্ভ করেছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ২৩ মার্চ (রবিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ৪ ও ৫ এপ্রিল (শুক্রবার, শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ৬ এপ্রিল (রবিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।