আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা ‘বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে’ মানববন্ধন করেছে। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করে।
এসময় আইন অনুষদভুক্ত তিন বিভাগ— ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, আইন ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন।
শিক্ষার্থীরা জানান, এই বার কাউন্সিল অভিভাবকের জায়গা না থেকে আমাদের শোষণ করতে যাচ্ছে। এই বার কাউন্সিল পরীক্ষায় ৪ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ সরকারি–বেসরকারি সকল পরীক্ষায় ২০০ টাকার বেশি ফি এখন আর নেই। যেখানে অন্যান্য দেশে যারা পড়াশোনা শেষ করেছে, তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। আর আমরা বেকারত্বের যে অভিশাপের মধ্যে আছি, সেটা দূরীকরণে কোনো ন্যায্য সিদ্ধান্ত না দিয়ে উল্টো এরকম অন্যায্য সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। বিসিএস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ফি–এর সাথে সামঞ্জস্য রেখে এটি নির্ধারণ করতে হবে।
আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহাগ বলেন, ‘বিসিএসসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেখানে ৭০০ বা তারও বেশি ফি ছিল, তা ২০০ টাকায় কমানো হয়েছে। আমরা দেখেছি যে, ফ্যাসিবাদের করা নিয়ম এখনো পরিবর্তন করা হয়নি। সেই ফি এখনো ৪ হাজার ২০ টাকা করা হয়েছে। আমরা বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, এই অন্যায্য ফি কমিয়ে আমাদের বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ প্রদান করার জন্য।’