জবি প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি, পোস্টার প্রদর্শনী, সচেতনতামূলক ক্যাম্পেইন ও ক্যাম্পাস ক্লিনিং আয়োজন করেছে গ্রীন ভয়েস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২০ আগস্ট) কর্মসূচিগুলো আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রীন ভয়েস জবি শাখার সম্মানিত পৃষ্ঠপোষক ও উপদেষ্টামণ্ডলীর শিক্ষকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ড. মনিরা জাহান, ড. মোহাম্মদ মনিরুজ্জামান, ড. সৈয়দা ইশরাত নাজিয়া, ড. মো. আব্দুল কাদের, ড. মো. আব্দুল মালেক, ড. নাজমুন নাহার, অনুরাধা পালসহ সংগঠনের সভাপতি মো. রাশেদুজ্জামান লিমন, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, অর্থ সম্পাদক শিমুল মোড়ল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
ক্যাম্পেইনে শহীদদের স্মরণে ২৫টি নিম ও সুপারি গাছ রোপণ করা হয়। একই সঙ্গে জুলফা মোহাম্মদ ভবন ও পোগোজ ল্যাবরেটরি স্কুল মাঠে ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ভবনের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে সেখানে গাছ রোপণ করা হয়। এছাড়া শিশুদের পরিবেশ সচেতন করতে বৃক্ষরোপণ, শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। শিশুরাও উৎসাহের সঙ্গে কার্যক্রমে অংশ নেয়।
সভাপতি রাশেদুজ্জামান লিমন বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকেই পরিবেশ রক্ষার দায়িত্ব নিতে হবে। গ্রীন ভয়েসের এসব কর্মসূচি অব্যাহত থাকলে একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ব গড়া সম্ভব।”
সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। শৈশব থেকেই যদি শিশুদের এ বিষয়ে উদ্বুদ্ধ করা যায় তবে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।”
অর্থ সম্পাদক শিমুল মোড়ল জানান, “আজকের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো শিক্ষার্থীদের মাঝে গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরা।”
অংশগ্রহণকারী শিক্ষার্থী সাকিব ভূঁইয়া বলেন, “ছোটবেলায় আম্মুর সঙ্গে গাছ লাগানোর যে অভিজ্ঞতা ছিল, আজ তা আবার মনে পড়ল। পরিচ্ছন্নতার অংশটিও খুব ভালো লেগেছে। যদি নিয়মিত এমন ক্যাম্পেইন হয়, তাহলে আমাদের পুরো ক্যাম্পাস আরও সুন্দর হয়ে উঠবে।”
পুরো আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন অর্থ সম্পাদক শিমুল মোড়ল ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা নাসিফ। এতে গ্রীন ভয়েসের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।