জসিম উদ্দিন, নোবিপ্রবি প্রতিনিধি
গু চ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় জিএসটি (জেনারেল, সাইন্স এন্ড টেকনোলজি) এর টেকনিক্যাল কমিটির আহ্বায়ক হলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।
একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়া পর গুচ্ছগুচ্ছভুক্ত ১৯টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবারের জিএসটি গুচ্ছে অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত হয় উপাচার্যদের সভায়।
উপাচার্যদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে বিজ্ঞান, অর্থাৎ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, যে টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে সেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একজন করে টেকনিক্যাল মেম্বার থাকবেন যিনি একইসাথে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বও করবেন। এ মাসের ২৭/২৮ তারিখের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা আছে। পরিক্ষা আনুমানিক এপ্রিলের শেষের দিকে এবং মে মাসের শুরুর দিকে হবে। শুরুতে ব্যবসা শিক্ষা এবং মানবিক বিভাগের এবং শেষে বিজ্ঞান বিভাগের পরিক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়াও টেকনিক্যাল কমিটির কাজ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন – মাইগ্রেশান, বিজ্ঞাপনসহ এডমিশন সম্পর্কিত টেকনিক্যাল কাজগুলো কোঅরডিনেট করা এবং পরিক্ষার সময় সম্পর্কিত বিষয়াবলি দেখবাল করাই এ কমিটির কাজ।