আহসান হাবীব রানা, ইবি প্রতিনিধি।
যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী।
আজ সোমবার সকাল ১১ টা ২২ মিনিটে ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির ভর্তি কমিটিকে মাস্টার্সে ভর্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি ইমেইল করেন। ওই শিক্ষার্থীর নাম জাকির হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি জানান, ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব আর্টস অ্যান্ড সায়েন্সেস থেকে সাইবার সিকিউরিটি প্রোগ্রামে মাস্টার্সে ভর্তি অফার পেয়েছিলেন। তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নেন।
পরে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, আমার একাডেমিক যাত্রার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি নিয়েছি। আমি সম্মানিত বোধ করেছি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি প্রোগ্রামে মাস্টার্সের জন্য ভর্তি প্রস্তাব পেয়ে। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষাপটে, আমি সেই অফারটি বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। আমি বিশ্বাস করি, এমন সময়ে ব্যক্তিগত সিদ্ধান্তগুলো বিবেক ও ন্যায়ের শক্তিশালী বার্তা বহন করতে পারে। আমার হৃদয় গাজার সঙ্গে।
জাকির হোসেন বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটিতে মাস্টার্সে অধ্যায়ন করছেন। পাশাপাশি তিনি একটি আইটি ফার্মে যুক্ত আছেন।