দীপ্র জয়, কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি :
কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির(কনকসাস) আহ্বায়ক কমিটির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে দু’জন সদস্য সুদেব রায় ও জুবাইর হোসাইন সজলকে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে।
শনিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক কমিটির দফতর ও প্রচার সেলের দায়িত্বে থাকা সদস্য পার্থ সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের পরামর্শকদের অনুমোদনক্রমে এবং আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যক্রমকে আরও বেশি গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবিষয়ে আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাহীন আহমেদ ও সদস্য সচিব শ্রাবণী কবির এ্যামি জানান, নতুন আহ্বায়ক কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা বেশ চ্যালেঞ্জিং কাজ করছি খুব অল্প সময়ের মধ্যে, তবে আমাদের কাজ আরও বেশি গতিশীল করতে এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে আহবায়ক কমিটির পরিধি বৃদ্ধি করা প্রয়োজন ছিল। আমরা প্রত্যাশা করি আহ্বায়ক কমিটিতে যে দুইজন সদস্য যুক্ত হলেন তারা তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন।
উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এদিন সকালে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। নতুন আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহীন আহমেদ আহ্বায়ক ও আজকের পত্রিকার প্রতিনিধি শ্রাবণী কবির এ্যামি সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আতিক হাসান শুভ এবং সদস্য রবিউল ইসলাম রেজা ও পার্থ সাহা।