মুজাহিদুল ইসলাম,জবি প্রতিনিধি
সিলেটের এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীর রগ কাটার উদ্দেশ্য হামলা করেন শিবির এবং কুয়েটের ভিসির উপর হামলার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল৷
প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে যোগ দেন ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব সামছুল আরিফিন সহ বিভিন্ন যুগ্ম আহবায়ক ও সদস্য নেতা কর্মী।
আনুমানিক রাত ১১ টার দিকে তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে গুপ্তরাজনীতি ও অপরাজনীতির প্রতিবাদ মিছিল করেন। মিছিলের পরে তাঁরা একটি বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন,” ৯০ থেকে শুরু করে ১/১১ এবং জুলাইয়ের আন্দোলন সহ অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই ছাত্রদল। বেগম জিয়া ও তারেক জিয়ার নির্দেশে সুষ্ঠু ও ছাত্রছাত্রী বান্ধব ক্যাম্পাস গড়ে লক্ষ্যে আমরা চুপ আছি৷ কিন্তু যদি কোনো সংগঠন আমাদের কে বির্তকিত করার চেষ্টা করেন এবং আমাদের কে চ্যালেঞ্জ করেন তাহলে সব সময় সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত। অতএব এগুলো বন্ধ করুন।”
সুষ্ঠু ও ছাত্রছাত্রী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সকল সংগঠন কে উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
সদস্য সচিব সামছুল আরেফিন বলেন, “বিগত সরকার ডামি প্রার্থী তৈরি করত এবং ডামি নির্বাচন করত। এখন একদল দাবি শিক্ষার্থী সেজেছে। ডামি ডামি খেলা বন্ধ করুন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানার কলুষিত করবেন না। রাজনীতি করা সাংবিধানিক স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাকে ব্যবহার করুন। কোনো গুপ্ত আচরণ করবেন না। আমরা কোনো গুপ্ত ও অপরাজনীতি সমর্থন করি না৷ আপনারা কুয়েটের ভিসির উপর যে হামলা করেছেন তাতে আপনাদের পরিচয় ব্যত্যয় করেছেন৷”