মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
জুলাই ও শহীদ সাজিদের স্মরণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো “July Revolution Cricket Tournament-2025”। এই টুর্নামেন্টে টোটাল ৩২ টি দল অংশগ্রহন করে। আজ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পুরো ম্যাচ জুড়েই ছিলো টান টান উত্তেজনা, অবশেষে ফাইনালে ইতিহাস বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একাউন্টিং বিভাগ। খেলা ঘিরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ এবং শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহিন মিয়া, মুখপাত্র কামরুল হাসান রিয়াজ, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক, ক্রীড়া সেল সম্পাদক জিহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত অতিথিরা ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, শহীদ সাজিদের স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।