মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:
২১শে মার্চ (শুক্রবার) বাদ আছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে জবি ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয় ইফতার ও দোয়া মাহফিল। এ আয়োজনটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এবং বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে গুম ও আহত জবি ছাত্রনেতা এবং জুলাই আন্দোলনে নিহত জবি ছাত্র শহীদ ইকরামুল হক সাজিদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ উপলক্ষে।
জমকালো এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, মো. রাকিবুল ইসলাম রাকিব। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন নাছির। সভাপতিত্ব করেন জবি ছাত্রদলের আহ্বায়ক, মেহেদী হাসান হিমেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব, শামসুল আরেফিন।
তবে আয়োজনে সবাই ইফতার না পাওয়ায় আয়োজন নিয়ে অনেকে সমালোচনা করেছেন। এ বিষয়ে আয়োজকরা জানান ২ হাজার ২০০ জনের জন্য ইফতারের ব্যবস্থা করলেও উপস্থিতি ছাড়িয়ে যায় প্রায় ৫ হাজারে। আমরা তাৎক্ষনিক সমাধানের চেষ্টা করেছি ইফতারের ঠিক আগে মঞ্চের পেছন দিকে অবস্থান নেওয়া অনেকে সাধারণ শিক্ষার্থী ইফতার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “সাধারণ শিক্ষার্থীদের দাওয়াত দিয়ে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা না করা জবি ছাত্রদলের ব্যর্থতা। ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না।”
এই বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমরা ২ হাজার ২০০ জনের ইফতারের আয়োজন করেছিলাম, কিন্তু উপস্থিতি ৫ হাজার ছাড়িয়ে যায়। ফলে খাবার সংকট দেখা দেয়, তবে আমরা দ্রুত অন্যদের জন্য খাবারের ব্যবস্থা করার চেষ্টা করি।
সামনের সারির অনেকের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সবাই ইফতার নিয়ে যার যার পছন্দ মতো স্থানে বসে ইফতার করেছেন।”
অপরদিকে অন্য শিক্ষার্থী বলেন, “বিপুল জনসমাগমের তুলনায় এমন আয়োজনের প্রস্তুতি ছিল অপর্যাপ্ত। তবে শেষ পর্যন্ত আয়োজকদের দ্রুত পদক্ষেপ কিছুটা পরিস্থিতি সামাল দিতে সহায়ক হয়েছে বলে মন্তব্য করেন কয়েকজন।