সরিষাবাড়ী, জামালপুর :
জামালপুরের সরিষাবাড়ীতে ‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প’-এর আওতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা ২০২৫। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক।
প্রধান অতিথির বক্তব্যে জাকিয়া সুলতানা বলেন, “ফসলের নিবিড়তা ও বৈচিত্র্য বৃদ্ধি করে উৎপাদন বাড়ানো গেলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রণোদনা দিয়ে যাচ্ছে।”
মেলায় স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা তাদের উৎপাদিত কৃষিপণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেন। স্টলগুলোতে আধুনিক কৃষি যন্ত্রপাতি, বীজ, সার, জৈব পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি সম্পর্কে তথ্য দেওয়া হয়। কৃষকদের মধ্যে মেলাটি ব্যাপক সাড়া ফেলেছে।
এই কৃষি মেলা সরিষাবাড়ীর কৃষকদের জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তুলবে বলে আশা করা হচ্ছে।