মুহ. মিজানুর রহমান বাদল,মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হিউম্যানিটি বেয়ন্ড ব্যারিয়ারস এবং মডেল লাইভস্টক এডভান্সডমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মাঝে সর্পদংশন সুরক্ষা সরঞ্জাম গাম বুট বিতরণ করেছে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর গ্রামের কৃষকদের মাঝে “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর” শিরোনামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়।
ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনেয় পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বক্তব্য রাখেন।
বক্তব্যে সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, এই প্রকল্পের লক্ষ্য হলো প্রকল্পাধীন তিনটি ইউনিয়নে সর্পদংশনে মৃত্যুহার কমিয়ে আনা। কৃষকদের মাঝে সর্পদংশন নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনমের সহজলভ্যতা নিশ্চিত করা।
সংগঠনের জাবি শাখার সভাপতি মোসাদ্দেকুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ের অনেক কৃষকরা সচেতনতার অভাবে সাপের কামড়ের শিকার হচ্ছেন এবং মারা যাচ্ছেন। শুধুমাত্র কিছু সুরক্ষা সরঞ্জাম যেমন গাম বুট ব্যবহারের ফলে কৃষকরা সাপের কামড় থেকে বাঁচতে পারে এবং মৃত্যুহার কমানো যেতে পারে। এজন্য আজকে আমরা এখানে এসেছি।
এসময় “স্নেক বাইট ভালনারেবল কমিউনিটিজ অফ সিংগাইর” প্রকল্পের সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবির, সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ডিপ ইকোলোজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রবণতা
- দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতামূলক কর্মসূচি চালাবে রংপুর হাইওয়ে পুলিশ
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বানারীপাড়ায় জামায়াতের বৃক্ষরোপণ কর্মসূচি
- ক্ষমতা পাওয়ার আগেই একটি দল চাঁদাবাজি, খুন, ধর্ষণ শুরু করেছে : শিবির
- চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি
- মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা :‘মনে হচ্ছে আমরা যেন নরকে বাস করছি’
- শ্রীবরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
- পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আলোকবর্তিকা রাজীব কুমার সরকার: লক্ষ্মীপুরে মানবিক প্রশাসনের অনন্য দৃষ্টান্ত