আতাউর রহমান কাওছার, ওসমানীনগর (সিলেট):
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে একটি ধান কাটার হারভেস্টার মেশিন পুড়িয়ে দিয়েছে। সোমবার (৫ মে) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত হারভেস্টারটির মালিক মো. আফজাল হোসেন দাবি করেছেন, এতে তার ২০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, গত ২০২৪ সালের মে মাসে তিনি ওসমানীনগর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এ সি আই মটরস লিমিটেড থেকে কৃষি ভর্তুকি ও মাসিক কিস্তির ভিত্তিতে ইয়ানমার ব্র্যান্ডের YH700 মডেলের হারভেস্টারটি ৪২ লাখ টাকা মূল্যে কিনেছিলেন।
মেশিনটি গ্রামের পাশে ‘রউয়ার হাওর’ এলাকায় রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা সেখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা স্থানীয়দের।
এ ঘটনায় জিডি (নং: ২১৯, তারিখ: ০৫-০৫-২৫) করা হয়েছে। হারভেস্টারের মালিক আফজাল হোসেন বলেন, “এই মেশিন ছিল আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। আমরা ধারদেনা করে এটি কিনেছিলাম। এখন সবকিছু ধ্বংস হয়ে গেল।” তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ধান কাটার মৌসুমে এই মেশিনটি ব্যবহার করে এলাকার কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা বলেন, “আমি কৃষকের কাছ থেকে বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে দেখে আসব।”
এ বিষয়ে সিলেট সাউথ টেরিটোরির এসি আই মটরস লিমিটেডের সিনিয়র রিকভারি অফিসার আবু হাসান বলেন, “বিষয়টি শুনেছি। গাড়িটি কে বা কারা পুড়িয়ে ফেলেছে তা আমরা জানি না। ক্ষতিপূরণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমি তাদের জানাব।”
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”