জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটে ১৯ হিমাগারের আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা কৃষকদল।
রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের পাঁচুর মোড় জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হিমাগারের বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাছুদ রানা প্রধান, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরুল মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস মতিনসহ প্রমুখ।
মানববন্ধনে জেলার সহস্রাধিক কৃষক অংশ নেন। আলু চাষী কৃষকরা দাবি তুলে বলেন হিমাগার মালিকদের উদ্দেশে বলেন, ‘আমরা কৃষক প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব, তবু আপনাদের অন্যায় দাবি মেনে নেব না। কোনো বিশৃঙ্খলা হলে এর দায়দায়িত্ব আপনাদের বহন করতে হবে। আপনারা মনে করবেন না যে আপনারা টাকা দিয়ে একটি পক্ষকে কিনে নেবেন আর এর বলির শিকার হবে এ দেশের ৮০ ভাগ গরিব কৃষক। আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে রাখুন। ওই টাকার দিকে আমাদের নজর নাই, কিন্তু আপনারা কেন কোটিপতি হয়ে এই গরিব চাষির কষ্টের টাকার দিকে ভিক্ষুকের মতো হাত বাড়াচ্ছেন, এর জবাব আপনাদের দিতে হবে ইনশা আল্লাহ।’
এসময় বক্তারা বলেন, এমনিতেই আলুর দাম কম, তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বাড়িয়ে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।