পলাশ মণ্ডল, সারিয়াকান্দি প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান।
উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেওয়ান মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম, চালকল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মোজাফফর, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও শাহরিয়ার রহমান জানান,
“চলতি বোরো মৌসুমে সারিয়াকান্দি উপজেলায় সরকারিভাবে ৯৩৯ মেট্রিক টন ধান এবং ১৪২২ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।”
তিনি আরও জানান, একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরবরাহ করতে পারবেন। ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত।
সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের এ উদ্যোগকে স্থানীয় কৃষকরা স্বাগত জানিয়েছেন।